আবু সাইদ

বাঁচতে চায় সাড়ে তিন বছরের শিশু আবু সাইদ। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টে ছিদ্র ও ভালভের সমস্যা থাকায় দ্রুত অপারেশন না করলে যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে সাইদ। অপারেশন করাতে খরচ হতে পারে প্রায় ৮ লাখ টাকা।  

দরিদ্র বাবার পক্ষে এতো টাকা জোগাড় করাও সম্ভব নয়। তাই শিশু সন্তানকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের সাহায্য কামনা করেছেন সাইদের মা। শিশু আবু সাইদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শংকরবাটি ফারুপাড়ার আকবর আলী বাবু ও উম্মে সালমা খাতুনের ছেলে। বাবু রাজমিস্ত্রীর কাজ করেন। তিন সন্তানসহ ৫ সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। 

ভাগ্য পরিবর্তনের আশায় আকবর আলী বাবু চার লাখ টাকা ঋণ করে দুবাই যান গত চার মাস আগে। তার স্ত্রী উম্মে সালমা জানান, চার মাস আগে বিদেশ গেলেও এখনো বেতন পায়নি তার স্বামী। এদিকে ঋণের টাকা পাওয়া লোকজন প্রতিদিন বাড়িতে আসছে। 

অসুস্থ শিশু সন্তান আবু সাইদের মা উম্মে সালমা বলেন, আবু সাইদ দেড় বছর বয়সে হাঁটতে শেখে। প্রথমে কিছু বোঝা না গেলেও পরে সাইদ বেশি হাঁটলে, জোরে কান্না বা হাসলেও হাঁপিয়ে উঠতো। গ্রাম্য ডাক্তারের ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায়। তবে সবসময় ঠান্ডা লেগেই থাকতো। 

গত ২২ নভেম্বর আবু সাইদ হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দেখি সাইদের মুখ নীল হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, আবু সাইদের হার্টে ছিদ্র আছে, সেই সঙ্গে তার ভাল্বেও সমস্যা রয়েছে। দ্রুত অপারেশন না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

আবু সাইদের মা সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অপারেশন করতে প্রায় আট লাখ টাকা খরচ হবে শুনে আমার মাথায় কাজ করছে না। একদিকে স্বামী বিদেশে বেকার, অন্যদিকে দেনাদারদের চাপ। তারপর আবার ছেলের অপারেশন। এরপর তিনি আর কথা বলতে পারেননি। দুই চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে। তার ছেলে আবু সাইদের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি। 

সালমার প্রতিবেশী শুকতারা বেগম ও আব্দুর রহমান ঢাকা পোস্টকে জানান, পরিবারটি খুব অসহায় হয়ে পড়েছে। ছেলের এই রোগ ধরা পড়ার আগেই ধারদেনা করে সালমার স্বামী বিদেশ গেছে। গ্রামের সব মানুষ মিলে কিছু চাঁদা তোলার ব্যবস্থা চলছে। তবে এই বিশাল অংকের টাকা জোগাড় করতে প্রয়োজন বিত্তবানদের সহায়তা। 

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবীর ঢাকা পোস্টকে বলেন, সমাজসেবা অধিদপ্তর বিশেষ কয়েকটি রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে শিশুটির চিকিৎসা করাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলেই কয়েক লাখ টাকার বিনিময়ে ফুটফুটে সন্তান তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। 

অসুস্থ শিশু আবু সাইদকে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ করুন- সালমা খাতুন, ব্যাংক হিসাব নম্বর- ২০৫০৭৭৭০২০৮৫৬৭১৭০, ইসলামী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা।

জাহাঙ্গীর আলম/আরকে