বিকল্প ইঞ্জিনে ৪ ঘণ্টা পর স্টেশন ছাড়ল বরেন্দ্র এক্সপ্রেস
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ৪ ঘণ্টা বিলম্বে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহান ট্রেনযাত্রীরা।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর দুপুর ২টা ৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দ্যেশে স্টেশন ছাড়ে।
বিজ্ঞাপন
এর আগে আজ সকাল ১০টা ১৮ মিনিটে ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। ৪ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় ট্রেনটি আবারো প্ল্যাটর্ফমে ফিরে আসে।
চম্পক কুমার/এমজেইউ
বিজ্ঞাপন