অভিজিৎ ঘোষ

টাঙ্গাইলের ভূঞাপুরে ডিলারের গোডাউন থেকে সরকারি চাল জব্দ করার ঘটনায় সংবাদ প্রকাশের জেরে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন চালের ডিলার বাবুল। 

এ ঘটনায় সাংবাদিক অভিজিৎ ঘোষ বাদী হয়ে ডিলার বাবুলকে আসামি করে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাবুল উপজেলার কুঠিবয়ড়া এলাকার আকবর হোসেনের ছেলে। 

এদিকে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় চালের ডিলার বাবুলকে দ্রুত গ্রেপ্তারসহ তার কঠোর শাস্তি দাবি করেছেন সাংবাদিকরা। 

অভিযোগে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়ার চালের ডিলার বাবুল ধুবলিয়া এলাকায় গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কেনাবেচার করতেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল উদ্ধার করে জব্দ করে। এ নিয়ে ভোরে ‘ভূঞাপু‌রে খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালের ডিলার বাবুল ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। সাংবাদিক অভিজিৎ ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি চালের ডিলার বাবুলকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।  

সাংবাদিক অভিজিৎ ঘোষ বলেন, নিউজ প্রকাশ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে বাবুল মোবাইলে প্রাণনাশের হুমকি দেন। সংবাদ প্রকাশ করে ডিলারের ক্ষতি করায় যেখানে তিনি আমাকে পাবেন সেখানেই কুপিয়ে হত্যা করবেন বলে বারবার হুমকি দেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে থানায় গিয়ে আইনের আশ্রয় নিয়েছি।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, প্রাণনাশের হুমকির ঘটনায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুতই দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

আরএআর