টাঙ্গাইলের ভূঞাপু‌রে ঢাকা‌ পো‌স্টের জেলা প্রতিনিধি অভি‌জিৎ ঘোষ‌কে প্রাণনাশের হুম‌কির প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে ভূঞাপু‌র রি‌পোর্টার্স ইউনিটি। শ‌নিবার (২১ জানুয়া‌রি) দুপু‌রে উপ‌জেলা প‌রিষদ গে‌টের সাম‌নে ঘণ্টাব‌্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব‌্য দেন ভূঞাপুর উপ‌জেলা রি‌পোর্টার্স  ইউনিটির সভাপ‌তি মিজানুর রহমা‌ন, সহসভাপ‌তি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক হাদী চকদার, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা ব‌লেন, সরকারি চাল ক‌া‌লোবাজা‌রি ক‌রে বি‌ক্রি ক‌রেন ডিলার বাবুল। চাল জব্দ ক‌রে‌ছে প্রশাসন। সেই নিউজ করায় সাংবা‌দিক‌কে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌য়ে‌ছে। তারপরও সে অবৈধ ব‌্যবসা প‌রিচালনা করে যা‌চ্ছে। অথচ প্রশাসন কোনো ব‌্যবস্থা গ্রহণ কর‌ছে না। আগামী ২৪ ঘণ্টার ম‌ধ্যে ডিলার বাবুল‌কে গ্রেপ্তার করা না হ‌লে আন্দোলন আরও ক‌ঠোর হ‌বে। 

ভূঞ‌াপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম ব‌লেন, ডিলার বাবুল এলাকা থে‌কে পা‌লি‌য়ে‌ছেন। এ ব্যাপারে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। 

উল্লেখ‌্য, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ভূঞাপু‌র উপ‌জেলার ধুব‌লিয়া এলাকায় চা‌লের ডিলার বাবু‌লের গোডাউন থে‌কে সরকারি চাল জব্দ ক‌রে প্রশাসন। প‌রে সেই সংবাদ ঢাকা পোস্টে প্রকা‌শিত হয়। এতে ক্ষিপ্ত হ‌য়ে চা‌লের ডিলার বাবুল ঢাকা‌ পো‌স্টের টাঙ্গাইল জেলা প্রতি‌নি‌ধি অভি‌জিৎ ঘোষ‌কে ফোন করে কু‌পি‌য়ে হত‌্যার হুম‌কি দেন। প‌রে এ ঘটনায় শুক্রবার দুপু‌রে সাংবা‌দিক অভি‌জিৎ ঘোষ ডিলার বাবুল‌কে আসামি ক‌রে থানায় অভি‌যোগ দা‌য়ের করেন। 

অভিজিৎ ঘোষ/আরএআর