আত্মগোপনে ১৮ বছর, তবুও হলো না রক্ষা
রংপুরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়াহেদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ ১৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন ওয়াহেদুল ইসলাম।
শনিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকার তুরাগে উত্তরা মডেল টাউন এলাকায় র্যাব-১৩ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে আসামি ওয়াহেদুল ইসলামকে গ্রেপ্তার করে। ওয়াহেদুল ইসলাম রংপুর মহানগরীর জলছত্র শেখটারী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
রোববার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর আসামি ওয়াহেদুল ইসলামসহ তার সহযোগীরা মিলে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে মেট্রোপলিটন পরশুরাম থানাধীন গজঘণ্টা ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে মইনুল ইসলাম নামে একজন তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামি ওয়াহেদুলসহ তার সহযোগীরা ওই ব্যক্তিকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মইনুল মারা যায়। এ ঘটনায় নিহত মইনুল ইসলামের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ওই বছরের ২৫ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পরপরই আসামি ওয়াহেদুল ইসলাম বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করেন। এ অবস্থায় মামলার কার্যক্রম চলতে থাকে। ২০১৩ সালের ২৯ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক পলাতক ওয়াহেদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন।
এদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়াহেদুল ইসলাম দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকেন। পলাতক এই আসামির সন্ধানে র্যাব মাঠে নামলে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাঠি ও লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাতের মাধ্যমে মইনুল ইসলামকে হত্যা করা হয় বলে আসামি ওয়াহেদুল ইসলাম স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ রোববার সকালে আসামিকে মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১৩ এর কর্মকর্তা।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ