‘হাওরে কাজ না করে লুটপাটের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
হাওরে কাজ না করে কোটি কোটি টাকা লুটপাটের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর নেতারা। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। হাওরে নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না করার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, হাওরে বাঁধ নির্মাণের সময় এলেই পাউবো ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উৎসব তৈরি হয়। তারা অপেক্ষা করতে থাকেন কখন এই সময় আসবে। সঠিকভাবে কাজ না করে হাওরের কোটি কোটি টাকা লুটপাট করে সুনামগঞ্জ থেকে চলে যায়। তারা আমাদের কৃষকের দুঃখ, কষ্টের কথা চিন্তা করেন না। তারা তাদের পকেট ভারী করার চিন্তা করেন। এবার এই কোটি কোটি টাকা লুটপাটের চেষ্টা করলে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সাংবাদিক ও গণমানুষকে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেবে।
বিজ্ঞাপন
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে আরও বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত অনেক হাওরে বাঁধের কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারি বাঁধ নির্মাণ কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় কাজ শুরু না হওয়ায় গত বছরের মতো ঝুঁকিতে রয়েছে বোরো ফসল। বন্যার অজুহাত দেখিয়ে এবার দ্বিগুণ বরাদ্দ ও প্রকল্প বাড়ানো হলেও ফসলের সুরক্ষায় কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতায় এবারো যদি হাওর ডুবে তাহলে কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহসভাপতি আলী হায়দর, উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, রুহুল আমীন, প্রভাষক মামুন আহমদ প্রমুখ।
বিজ্ঞাপন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুকেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্টাচার্য, শীলা বসু, আনোয়ারুল হক, এরশাদ মিয়া, ইসমাইল আলী, চন্দন রায়, রবিন্দ্র দেব প্রমুখ।
উল্লেখ্য, এবার সুনামগঞ্জের ১২ উপজেলায় বোরো ফসলের সুরক্ষায় ২০৫ কোটি টাকা বরাদ্দে ৭৫৪ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।
সোহানুর রহমান সোহান/এমজেইউ