রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শেষে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে পড়ে আহত মুসা সরকার (৪০) মারা গেছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুসা সরকার নাটোর সদর উপজেলার কেশবপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নাটোর থেকে রাজশাহীতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় রাজশাহী থেকে নাটোরগামী একটি ‘বিশেষ ট্রেন’র ছাদ থেকে পড়ে মুসা গুরুতর আহত হন। এসময় স্টেশনের অদূরে প্ল্যাটফর্মের পাশে চায়ের দোকানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী চা খাচ্ছিলেন। তারা মুসাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ওই ব্যক্তি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। আজ দুপুর ১টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

রাজশাহীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আজ দুপুরে জানতে পারি, ওই ব্যক্তি মারা গেছেন। ওই যাত্রী ট্রেনের ছাদ থেকে কীভাবে পড়েছিল তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমজেইউ