ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঞা জয়ী হতে চলেছেন। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫  ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের আগে ‘নিখোঁজ’ হওয়া আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট।

তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি।

আবদুস সাত্তার ভূঞা এই আসনেরই সংসদ সদস্য ছিলেন। তবে দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে দল থেকে পদত্যাগ করে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।

জানা গেছে, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। বুধবার ইভিএমের মাধ্যমে মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

বাহাদুর আলম/এমজেইউ