ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ব্রেক শো ভেঙে ইঞ্জিন বিকল হয়ে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চট্রগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আখাউড়া রেলস্টেশনের আউটার থেকে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাওয়ার পর বিকল ইঞ্জিনটি রেখে অন্য একটি অতিরিক্ত ইঞ্জিন লাগানোর পর প্রায় দেড় ঘণ্টা পরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।

উল্লেখ্য, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া রেলস্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ ইঞ্জিনের ব্রেক শো ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বাহাদুর আলম/এমজেইউ