সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞপ্তিতে জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম এ তথ্য জানান।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর সূত্রে জানা যায়, এবার মোট ৬৭১টি কলেজের ২০২টি কেন্দ্রে ১ লাখ ২ হাজার ৯৩ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ৭৮ হাজার ৮৪৯ শিক্ষার্থী। এ বছর পাসের হার গতবারের তুলনায় কমেছে। গতবার পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩। এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ২৪টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এ বছর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ০৮ আর ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১৩। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার ৫৭৫ জন ও ছাত্রীর সংখ্যা ৬ হাজার ২৫৫ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন। এক বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৩৪৯ জন।

ইমরান আলী সোহাগ/আরকে