উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সিলেট শিক্ষা বোর্ডে এটি সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল প্রকাশকালে প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৭৩১ জন। এবার অতিবন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের ফলাফল একটু খারাপ হয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে রেকর্ড হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। গতবার থেকে এ বছর ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছেন।

এ সময় তিনি আরও জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ১২২ জন। পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগের ৯০.৫০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া ব্যবসায় শিক্ষায় ৮০.২৩ শতাংশ ও মানবিকের ৭৯.১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও এগিয়ে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞানের ৩ হাজার ৩৩৩ জন, মানবিকের ১ হাজার ২৬ জন ও ব্যবসায় শিক্ষার ৫১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এই জেলায় পাসের হার ৮৬.৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬৯ জন। হবিগঞ্জ জেলায় পাসের হার ৮২.২৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৬৩৪ জন। মৌলভীবাজার জেলায় পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৭৭৯ জন। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৮২.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩৮৯ জন।

সিলেটে এবার শতভাগ পাস করেছে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে একটি প্রতিষ্ঠানেও শতভাগ ফেল নেই।

মাসুদ আহমদ রনি/এমজেইউ