দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

কুমিল্লায় হোটেলে ভাত খেয়ে মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার পথে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন দুই বেকারি শ্রমিক। এ সময় আরও এক শ্রমিক মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বরুড়া উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা মো. অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯)। এখন পর্যন্ত আহত শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি।  

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঢাকা পোস্টকে বলেন, তারা তিনজনই বেকারি শ্রমিক। বরুড়া পৌর বাজার সংলগ্ন চেয়ারম্যান পুল নামকস্থানে একটি বেকারিতে কাজ করতেন। বুধবার রাতে বরুড়া বাজারে একটি হোটেলে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলযোগে পৌরসভার চেয়ারম্যান পুল এলাকায় যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে বরুড়াগামী বেপরোয়া গতিতে আসা একটি বলাকা বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অহিদ ও সাগর মারা যান। স্থানীয়রা গুরুতর আহত আরেক যুবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরিফ আজগর/আরকে