‘মোবাইল চুরি হলে দ্রুত থানায় জানাবেন’
মোবাইল চুরি হলে কিংবা হারিয়ে গেলে সময়ক্ষেপণ না করে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের পর মোবাইল মালিককে বুঝিয়ে দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে তিনি এ পরামর্শ দেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার বলেন, চুরি যাওয়া বা হারানো মোবাইলটি অন্য কেউ অপরাধ কর্মে ব্যবহার করতে পারে। অপরাধের বিষয়ে অনুসন্ধানে গেলে পুলিশ কিন্তু মোবাইলের ডিভাইস নম্বর অনুসারে মোবাইল মালিককে ধরবে। এতে হয়তো তিনি হয়রানি মনে করতে পারেন। এজন্য মোবইল হারালে বা চুরি হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করবেন। পুলিশ আপনার হারানো মোবাইল উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে। পাশাপাশি আপনি আইনি জটিলতা থেকেও মুক্ত রইলেন।
ওয়াহিদুল ইসলাম বলেন, এর আগে দুই দফায় আমরা প্রায় অর্ধ শতাধিক হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে তার মালিকের কাছে হস্তান্তর করেছি। এবার আমরা ৭ দিনের অভিযানে উদ্ধার হওয়া আরও ২১টি মোবাইল সেট জিডিমূলে তার মালিকের কাছে হস্তান্তর করছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল অর্থাৎ ভিড়ের মধ্য থেকে একটি চক্র মোবাইল চুরি করে নেয়। তারা সেই মোবাইল নিয়ে তাতে পাওয়া ছবি বা ভিডিও দিয়ে অনেক সময়ে মোবাইল মালিককে ব্ল্যাকমেইল করে। এতে শুধু আর্থিক না সামাজিকভাবেও ক্ষতির মুখে পড়ে মোবাইল মালিক। এজন্য মোবাইল খোয়া গেলে দ্রুত থানায় ডায়েরি করা কর্তব্য।
পুলিষ সুপার জানান, জেলার ১০টি থানায় প্রতিমাসে কমপক্ষে ১০টি করে মোবাইল হারানোর জিডি হচ্ছে। প্রতিটি জিডি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করে। তাছাড়া এখন পর্যন্ত দুজন মোবাইল চোর আটক করা সম্ভব হয়েছে। অধিকাংশ মোবাইল চোর মাদকাসক্ত। এরা মোবাইল চুরি করলেও নিজেরা ব্যবহার করে না। তারা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করে দেয়।
ওয়াহিদুল ইসলাম বলেন, আমাদের উদ্ধারকৃত প্রতিটি মোবাইলই তৃতীয় পক্ষের কাছ থেকে। তবে এখন আমরা মোবাইল চোর চক্র শনাক্তে কাজ করছি। তাদের আইনের আওতায় আনতে পারলে এসব অপরাধ আরও কমবে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ মোবাইল মালিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর