কক্সবাজারে পাঁচ লাখ পিস ইয়াবা পাচার মামলায় আটজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. রফিক, নুর আহমদের ছেলে মো. কালু প্রকাশ (কালু মাঝি), ছালেহ আহমদের ছেলে মো. রফিক, মৃত কবির আহমদের ছেলে মো. হাসান, মফজল আহমদের ছেলে হাসমত আলী, মৃত সোলেমানের ছেলে মো. নুরুল আলম আনোয়ারী, মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির এবং মৃত হাফেজ আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ মুজিবুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন রাজু ও অ্যাডভোকেট রাসীব আহমদ আদালতে মামলাটি পরিচালনা করেন।

মামলার নথির বরাতে অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৮ সালে কলাতলী বঙ্গোপসাগরে পশ্চিমে গভীর সাগর এলাকায় পুলিশ  অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করে।

সাইদুল ফরহাদ/এমজেইউ