ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহোদর ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার এড়াতে ২০ বছর পালিয়ে ছিলেন ইসমাইল। সে ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। 

বুধবার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪'র সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ইব্রাহিমকে হত্যা করে ইসমাইল। এরপর গ্রেপ্তার এড়াতে লাপাত্তা হয় সে। এরই মধ্যে ২০১২ সালে সহোদর ভাইকে হত্যার দায়ে ইসমাইলকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 

তিনি আরও জানান, হত্যার পর থেকে ইসমাইল দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিল। সম্প্রতি তাকে গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব-১৪। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

উবায়দুল হক/এমএএস