কক্সবাজারের উখিয়ার ৯, ১০ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ক্যাম্পের আশপাশ। এ কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়া থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।

ডি-১৫ ব্লকের রোহিঙ্গা ছৈয়দ উল্লাহ জানান, তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে পাশের পাহাড়ে আশ্রয় নিয়েছেন। অনেকে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। তাদের শিবিরে অন্তত ৫০ হাজার রোহিঙ্গার বসবাস। অধিকাংশই নারী ও শিশু।

কলিম উল্লাহ নামে আরেক রোহিঙ্গা বলেন, আগুন লাগার আগে আমি ক্যাম্পের বাইরে ছিলাম। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আমার ঘর পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমার স্ত্রী-সন্তান কোথায় আছে জানি না।

সাইদুল ফরহাদ/এমজেইউ