ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা উল্টে প্রাণ গেল কিশোরের
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। তার নাম সায়মুন (১২)।
বুধবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউপির কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মুন জেলার কসবা পৌরসভার কৃষ্ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, দুপুরে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কসবা পশ্চিম ইউপির আকছিনা বটতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সায়মুনের মৃত্য হয়।
তিনি আরো বলেন, জরুরি সেবা (৯৯৯) এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
বাহাদুর আলম/জেডএস