ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আলম শেখ (৪৫) নামের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আলম শেখ বলেন, ধলার মোড় বটতলা এলাকায় আমার একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ক্যাম্পে আমার পাঁচ থেকে ছয়জন বয়স্ক ও ১০-১৫ জন তরুণ ভোটার ও কর্মী ছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে করে আটজন হেলমেট পরিহিত ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে আসেন। অল্প সময়ের মধ্যে হেলমেটধারীরা ক্যাম্প থেকে বয়স্ক ব্যক্তিদের বের করে দিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে তরুণ কর্মীদের মারধর করে, নির্বাচনী ক্যাম্পের পোস্টার ছিড়ে ফেলে ও চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাদের কাউকে আমার কর্মীরা শনাক্ত করতে পারেনি।
বিজ্ঞাপন
আলম শেখ বলেন, আমি বিষয়টি ফরিদপুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। প্রশাসনের কাছে আমি বিচার চাই। আশা করি, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নেবে। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।
ডিক্রিরচর ইউপি নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেনউদ্দিন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ আমরা এখনো পাইনি।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি এমএ জলিল বলেন, এ ব্যাপারে ওই প্রার্থীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই সময় হামলাকারী কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরসহ ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিক্রিরচর ইউপি নির্বাচনে আলম শেখ চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আলম শেখসহ মোট ছয়জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন (নৌকা)। স্বতন্ত্র প্রার্থী ইমার হোসেন (আনারস), মেহেদী হাসান (মোটরসাইকেল), মো. আলমগীর (টেলিফোন) ও মো. শহিদুল ইসলাম (ঘোড়া)।
জহির হোসেন/এমজেইউ