মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম সুমন হালদার জয়ী হয়েছেন। ২ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের শেখ সেলিম পেয়েছেন এক হাজার ৭৮৫ ভোট।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ওই ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। তবে ইভিএমে ভোট হওয়ায় ভোট চলে ধীরগতিতে। ফলে ভোট সম্পূর্ণ হতে অনেক কেন্দ্রে রাত হয়ে যায়। বিশেষ করে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়, দশত্তর শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁইচ মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তীব্র রোদ আর ইভিএমে ধীরগতির কারণে ভোগান্তির শিকার হয় ভোটাররা।

সরেজমিনে পাঁচগাঁও ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়, গারুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, , পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের কেন্দ্রের বাহিরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম সুমন হালদার ২ হাজার ৩৩ ভোট পেয়ে ওই ইউনিয়নে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের শেখ সেলিম পেয়েছেন এক হাজার ৭৮৫ ভোট।

ইউএনও বলেন, ইভিএম ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকায় ভোটগ্রহণে একটু দেরি হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, পাঁচগাঁও ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৯৬ জন। ৮ হাজার ৮৫৯ ভোট কাস্টিং হয়েছে। মোট ১০টি কেন্দ্রের ৩৫টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শামীম/ওএফ