চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি পুকুরের পানির নিচ থেকে ৩৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের মো. আজাদের পুকুরের দক্ষিণ-পশ্চিম পাড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের মো. উজ্জ্বল আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৩) ও মো. আলমগীর হোসেনের ছেলে মো. আলী হাসান (১৯)।

মঙ্গলবার (১৪ মার্চ) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরের পাশের একটি আমবাগান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীদের হাতে থাকা মাদকের ব্যাগ পানিতে ভেজা ও তাদের পায়ে কাদা দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা পাশের পুকুর দেখিয়ে দিলে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। সেই পুকুর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ