গ্রেফতার দুই জেএমবি সদস্য

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 

গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫)। অভিযানে ৫টি জিহাদি বই, ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টার্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জেএমবির ঠাকুরগাঁও জেলার ইছাবা সামরিক বিভাগের প্রধান এমদাদুল হক ও তার ছোট ভাই জেএমবির সক্রিয় সদস্য শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৫টি জিহাদি বই ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের সাদ্দাম হোসেনের (২৮) বাড়িতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগেই পুলিশের উপস্থিতি টের টেয়ে কৌশলে সাদ্দাম হোসেন পালিয়ে যান।  

পুলিশ সুপার জানান, গ্রেফতাররা জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য। তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল। যেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো। পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 

নাহিদ রেজা/আরএআর