রংপুর মহানগরীতে যানজট নিরসনে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ। নির্দিষ্ট লেন ব্যবহারে বাধ্যবাধকতাসহ যত্রযত্র যাত্রী ওঠানামা ও রাস্তার ধারে দোকানপাট বন্ধ এবং ট্রাফিক আইন মেনে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ প্রয়োগের নীতিগত সিদ্ধান্ত বাস্তাবায়নে শিগগিরই মাঠ পর্যায়ে কাজ শুরু করবে ট্রাফিক পুলিশ।

প্রাথমিক পর্যায়ে সচেতনতা বাড়াতে মাসব্যাপী উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নগরীর শাপলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মেনহাজুল আলম বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন শহরের মতো রংপুর নগরীকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রংপুর নগরীর যানজটের অন্যতম কারণ অটোরিকশা। মাত্রা অতিরিক্ত অটোরিকশা চলাচলের কারণে যানজট নিরসন সম্ভব হচ্ছে না। 

এছাড়াও অটোরিকশাসহ অন্যান্য যানবাহনগুলো নির্দিষ্ট লেন ব্যবহার না করার কারণে দুর্ঘটনা ঘটছে, যানজট বাড়ছে। প্রাথমিক পর্যায়ে চালকসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা হচ্ছে। যানজট নিরসনে রংপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার আমজাদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর বেলাল হোসেন ও স্বজল কুমার বকসী উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর