চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে ২০টি বসতঘর তছনছ হয়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী এ তাণ্ডব চালায়।

স্থানীয়রা জানান, ঝড়ে গাছপালা ভেঙে পড়ে উপজেলার রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ির জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ির মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ির সোহেল, জমিরা বাড়ির শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ অন্য বাসিন্দাদের প্রায় ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়াদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও প্রায়  ২০-২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।  

আনোয়ারুল হক/জেডএস