আলুভর্তা করতে দেরি হওয়ায় স্বামীর মারধরে স্ত্রীর আত্মহত্যা
আলুভর্তা করতে দেরি হওয়ায় স্বামীর মারধরে আত্মহত্যা করেছেন স্ত্রী। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত ছাবিনা খাতুন (২৮) ওই গ্রামের শফিকুল ইসলাম শফির স্ত্রী। শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার দুপুরে আলুভর্তা করতে দেরি হওয়ায় ছাবিনাকে মারধর করেন শফিকুল। রাত ৯টার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ছাবিনা। ঘটনার পরপরই শফিকুল ইসলাম পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে জেনেছি, এটি আত্মহত্যা।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এএম/এমএইচএস