বরগুনার আমতলীতে ছাগল চুরির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আরিফুল ইসলাম শিকদার। তিনি উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। 

মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে আমতলীর দক্ষিণ ঘোপখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ছাগলটি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।

জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ২টার সময় আমতলী উপজেলার দক্ষিণ ঘোপখালী গ্রামের টহলে ছিল আমতলী থানা পুলিশের একটি টিম। এসময় রাস্তায় ছাগলসহ পচাকোড়ালিয়া ইউপির ৮নং ওয়ার্ড সদস্য মো. আরিফ ইসলাম সিকদারকে সন্দেহজনক মনে হলে তাকে ও তার সহযোগী জিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে একই ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেনের একটি ছাগল চুরি হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারে ছাগলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। পরে সাদ্দাম হোসেন আমতলী থানায় এসে তার ছাগলটি শনাক্ত করে। 

এ বিষয়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, ছাগলসহ ৮নং ওয়ার্ডের মেম্বার আরিফ শিকদারকে আটকের খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। 

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, টহলে দায়িত্বে থাকাবস্থায় রাত পৌনে ২টার সময় দক্ষিণ ঘোপখালী রাস্তা থেকে ছাগল নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য আরিফ শিকদারসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খান নাঈম/এমএএস