ইজিবাইক হারানো সেই বিল্লালের মুখে হাসি ফোটাল সংযোগ
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা জামে মসজিদে নামাজ পড়তে এসে ইজিবাইক হারানো মামুন আলী ওরফে বিল্লাল হোসেনের পাশে দাঁড়িয়েছে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’। তাদের স্বাবলম্বী প্রজেক্ট থেকে মামুন আলীকে একটি ইজিবাইক কিনে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলা চত্বরে মামুন আলীর নিকট আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ইজিবাইকের চাবি ও দলিল হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, সংযোগ ভলান্টিয়ার্সের চুয়াডাঙ্গা টিমের সভাপতি আল রোমাজ রাজন। এছাড়া উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্সের চুয়াডাঙ্গা টিমের মুনতাসির তানজিল, নাঈম আক্তার শুভ, সোহানুর রহমান, অঞ্জন সাহা আবির, শোয়েব আক্তার সজীব, শাহরিয়ার স্বপ্নিল, শাহরিয়ার পলক, রহমত জামী, নুসরাত জাহান রোজা, জেসমিন আক্তার প্রীতি, শাহরিন মাহবুবা স্বর্ণ, সাবরিনা ইসলাম প্রমুখ।
এর আগে গত ২৮ মার্চ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘নামাজ পড়ে এসে ইজিবাইক না পেয়ে কাঁদছেন বিল্লাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই প্রচারিত সংবাদটি দৃষ্টিগোচর হয় ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের। এর পরিপ্রেক্ষিতে তাদের স্বাবলম্বী প্রোজেক্ট-২০২৩ এর আওতায় মামুন আলী ওরফে বিল্লাল হোসেনকে একটি ইজিবাইক উপহার দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মামুন আলী ওরফে বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ইজিবাইকটি আমার নিজের ছিল না। অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। নামাজ পড়তে এসে ইজিবাইকটি হারিয়ে যায়। পরে সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করেন। হারানোর পর ভেঙে পড়েছিলাম। এখন ইজিবাইক পেয়ে এত খুশি হয়েছি, মনে হচ্ছে সব কিছু পেয়ে গেলাম। ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ আমার পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।
‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ চুয়াডাঙ্গা টিমের সভাপতি আল রোমাজ রাজন বলেন, ঢাকা পোস্টের প্রকাশিত সংবাদ দেখে ইজিবাইক হারানোর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। পরে সংযোগ কর্তৃপক্ষকে জানানো হলে নির্দেশনা আসে যাচাইবাছাইয়ের। ঘটনার সত্যতা পাওয়ায় আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে একটি ইজিবাইক কিনে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হারানো ইজিবাইকটি ছিল অন্যের। তাই এই ইজিবাইক দিয়ে উপার্জনের মাধ্যমে ওই মালিকের ঋণ পরিশোধ করবেন। কোনোভাবেই এই ইজিবাইক বিক্রি বা ভাড়া দিতে পারবেন না।
‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল বলেন, করোনা মহামারি থেকে সংযোগ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বীকরণ, বেকারত্ব দূরীকরণে সংযোগ কেয়ারগিভার প্রোজেক্ট, অসহায় আবাসন প্রকল্প সংযোগ কেয়ারহোমসহ শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা ইত্যাদি নিয়ে কাজ করছি। এর ধারাবাহিকতায় আজকে সংযোগের পক্ষ থেকে মামুন আলী ওরফে বিল্লাল হোসেনের ইজিবাইকটি উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই উপহারে হাসি ফুটেছে বিল্লাল হোসেনের পরিবারে। এটাই আমাদের সার্থকতা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, আমরা জেনেছি যে নামাজরত অবস্থায় মামুন আলীর ইজিবাইকটি হারিয়ে যায়। পরে জানতে পারলাম ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ তাকে একটি ইজিবাইক কিনে দিচ্ছে। এটি অত্যন্ত মহতী উদ্যোগ। তিনি তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য এটি অবলম্বন করে চলতে পারবেন। আমি ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই সংগঠনটি যেন আরও গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে এই আশা ব্যক্ত করছি।
এমজেইউ