‘শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। তারই নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। শেখ হাসিনার কাছেই এই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা আছেন বলেই এদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন এতিমখানা, মাদরাসা, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সুজিত রায় নন্দী বলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্যের সংকট হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারণে সেই সংকট আমাদের দেশে প্রভাব ফেলতে পারেনি। আজকে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন থেকেই যার যার অবস্থান থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিজ্ঞাপন
বক্তব্য শেষে ২৫টি এতিমখানা ও মাদ্রাসা এবং সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
আনোয়ারুল হক/আরএআর