দরিদ্র ও অসহায় মানুষদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিলে প্রতিদিন রাজনৈতিক নেতাদের সঙ্গে অসহায়, দরিদ্র, ছিন্নমূল তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করছে। ইফতার মাহফিলে দেশবাসীর জন্য দোয়ার পাশাপাশি ধর্মীয় আলোচনা করা হয়।

ছাত্রলীগ নেতারা জানান, বান্দরবান জেলা ছাত্রলীগের মাসব্যাপী ইফতার আয়োজনটি সবার জন‌্য উন্মুক্ত। এখানে প্রতিদিন অসহায়, দরিদ্র, ছিন্নমূলসহ প্রায় তিন শতাধিক মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সহযোগিতায় এই আয়োজন চলছে।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ইফতার কর‌তে আসা রিকশাচালক রেজাউল ক‌রিম ঢাকা পোস্টকে ব‌লেন, রোজা রে‌খে রিকশা চালাই। অনেক সময় টাকার অভা‌বে ভা‌লো ইফতার করতে পা‌রি না। এই আয়োজনে আমরা খুবই খুশি।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (মানিক) ঢাকা পোস্ট‌কে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসজুড়ে ইফতারের আয়োজনটি মূলত সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। এখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। প্রতিদিন রাজনৈতিক নেতা-ক‌র্মীদের পাশাপা‌শি সমাজের অসহায়, দরিদ্র, ছিন্নমূল সবাই একসঙ্গে মিলে ইফতার করি। এখানে প্রতিদিন ৩০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

মোহাম্মদ আব্দুর র‌হিম/এমজেইউ