ভোলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও গুড়া মসলায় ক্ষতিকর রং মেশানোর অভিযোগে এক মিল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১০ এপ্রিল) বিকেলে ভোলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাজি ভিআইপি মশলা মিল নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলায় হাজি ভিআইপি মশলা মিলে মশলায় (হলুদ ও মরিচ গুঁড়া) রং মেশানো ও নোংরা পরিবেশে মশলা ভাঙানো হচ্ছিল। এছাড়া মশলার উৎপাদন ও মেয়াদের তারিখেও ত্রুটি পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের প্রতিনিধি ও ভোলা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জেডএস