ঝিনাইদহের কোটচাঁদপুরে চড়ক পূজার সময় খেজুর গাছ থেকে পড়ে শ্রী মিলন কুমার দাস (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে এই ঘটনা ঘটে।

মিলন কুমার দাস আন্দোলপোতা গ্রামের শ্রী নিতাই দাসের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে অর্থাৎ চৈত্রের শেষ দিনে চড়ক পূজা চলছিল। এ সময় শ্রী মিলন কুমার দাস খেজুর গাছে উঠে উত্তরী বাঁধছিলেন। হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন মিলন দাস। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা মিলন দাসকে জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের তথ্যমতে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। রাতেই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আফজালুল হক/এমজেইউ