কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আলাবক্স ভোটারদের পা ধুয়ে দেন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভোটারদের পা ধুয়ে প্রতিশ্রুতি রাখলেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। 

শুক্রবার (২৫ ডিসেম্বর) কবিরহাটস্থ নিজ বাড়িতে এ পা ধোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তিনি নিজের বৃদ্ধা মায়ের পা ধুয়ে কর্মসূচির সূচনা করেন। 

এরপর তিনি কবিরহাট উপজেলার নয় ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

আলাবক্স তাহের টিটু বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানাব। প্রতিশ্রুতি অনুযায়ী এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেছি। ভোটারদের এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা সম্মান প্রদর্শন করবে।

গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় হন আলাবক্স। নির্বাচনের সময় দেওয়া কথা রাখতে আজ তিনি তার বাড়িতে ভোটারদের পা ধুয়ে দেন।

২০১৯ সালের ৩১ মার্চ কবিরহাট উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের দুই দিন আগে ২৮ মার্চ কবিরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহেরের কর্মীদের ওপর গুলির ঘটনার পর নির্বাচন স্থগিত হয়ে যায়।

এরপর ওই বছরের ১৪ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলাবক্স তাহের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কামরুন নাহার শিউলীর কাছে পরাজিত হন। কামরুন নাহার শিউলী নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর স্ত্রী। 

এএম