বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, গত ১৭ বছরে কুইক রেন্টালের মাধ্যমে চুরি-ডাকাতি আর হাজার হাজার কোটি টাকা পাচার করা ছাড়া কিছুই করেনি সরকার। বর্তমানে লোডশেডিং দেখলে এটা পরিষ্কার বুঝা যায়।

 বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির আন্দোলনে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফুর রহমানের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা আবার নতুন করে শুরু করেছে সরকার। মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। সত্য কথা লেখার জন্য জেলে যেতে হচ্ছে। এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমরা নিস্তার চাই।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ সবার নাভিশ্বাস উঠেছে। কৃষকদের সারের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি আলিমুজ্জামান  ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা হরতালে পিকেটিংকালে পুলিশের গুলিতে নিহত হন নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফুর রহমান।

জহির হোসেন/আরএআর