নিহত গৃহবধূ নূরনাহারের মরদেহ

যশোরের চৌগাছায় বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বামী ও আট মাসের শিশুকন্যা বেঁচে গেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম নূরনাহার (২০)। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী এবং সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব ঢাকা পোস্টকে জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে স্বামী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাচ্ছিলেন নূরনাহার। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নূরনাহারের মৃত্যু হয়। 

এলাকাবাসী আহত অবস্থায় স্বামী ও আট মাসের শিশুকন্যাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ মরাদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

এসপি