পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার অপরাধে দুই মোটরসাইকেল আরোহীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) সকালে ইসমাইল ও মনির হোসেন নামের দুজনকে জরিমানা করা হয়।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। ওই দিন রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

এরপর দুর্ভোগের শেষ ছিল না বাইকারদের। কখনো ঝুঁকি নিয়ে ট্রলার যোগে, কখনো সেতু কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে মালবাহী ট্রাকে পদ্মা নদী পাড় হতেন বাইকাররা। সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হওয়ার পরে বাইকাররা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে বিভিন্ন সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা, শরীয়তপুর ও ঢাকায় মানববন্ধন করেন।

অবশেষে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০ এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য কর্তৃপক্ষ যেসব শর্ত দিয়েছেন তা যদি যথাযথ মানেন বাইকাররা, তাহলে ঈদের পরেও সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে। অন্যথায় আবারও সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হতে পারে।

ব.ম শামীম/কেএ