আশুলিয়া থানার জব্দকৃত গাড়ির স্তুপে আগুন
সাভারের আশুলিয়া থানার জব্দকৃত যানবাহনের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রেসক্লাব সংলগ্ন পুরাতন আশুলিয়া থানার সামনের যানবাহনের স্তুপে এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত করে জানানো হবে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এবিএস