নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নৌকা ডুবে কুরবান আলী (৬৫) নামে বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) দুপুরে ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) তিস্তা ব্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কুরবান আলী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। ওই এলাকায় নদী ভাঙনের পর নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর(শিলট্যাব) এলাকায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুরবান আলী হাতিবান্ধার গড্ডিমারী চর থেকে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে নৌকা চালিয়ে নিজের বাড়ির রওনা দেন। ডিঙ্গি নৌকায় অতিরিক্ত যাত্রী ও হঠাৎ দমকা বাতাস আসায় নদীতে ডুবে যায় নৌকাটি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা ১১ জনকে উদ্ধার করা হলেও কুরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজির পরও দুপুর ২টা পর্যন্ত তার সন্ধান পায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ডিমলা থানা ও দোয়ানী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোজ্জামেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে হাতীবান্ধার একটি ইউনিট কাজ করছে। আমরাও যাচ্ছি ওখানে। রংপুরের ডুবুরিকে খবর দেওয়া হয়েছে হয়তো উনি আসতেছেন।

শরিফুল ইসলাম/নিয়াজ আহমেদ সিপন/এমএএস