টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে
কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান জানান, কক্সবাজারের টেকনাফের চাকমারখুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি, পরে জানানো হবে।
২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস বলেন, হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এমএ