ঝালকাঠিতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার ইমন হাওলাদারের ছেলে মো. আসাদ হাওলাদার (৩০), ছত্তার হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (৩৫), মো. খাদেমের ছেলে মো. সজল (২৮) ও দলিল উদ্দিন খলিফার ছেলে মো. শাহজাহান খলিফা (৩৩)। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনায় নিহত সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারের ছেলে লিয়াকত হাওলাদার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা খাদেম হোসেনের সঙ্গে নিহত রব হাওলাদারের ঝগড়া বাধে। এতে ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেনের লোকজন কুপিয়ে ও পিটিয়ে রব হাওলাদার এবং তার সঙ্গে থাকা ভাইয়ের ছেলে বেলায়েত হোসেনকে নিস্তেজ করে ফেলে রাখে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যায়। নিহত বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদার ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, আধিপত্য নিয়ে তাদের মধ্যে এর আগেও বেশ কয়েকবার মারামারি ও মামলা মোকদ্দমা হয়েছে। ঘটনার দিন খাদেম হোসেনের ছেলে রাজনের সঙ্গে মাদক আছে এই মর্মে পুলিশকে খবর দিয়েছিলেন নিহত সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদার। আর সেই ঘটনার জেরেই তর্কাতর্কি ও একপর্যায়ে কোপানোর ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, দুজনকে হত্যার ঘটনায় নিহত সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমজেইউ