কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কয়েকশ ঘর। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্যাম্পের ওই ব্লকটি পুড়ে যায়। সেই সঙ্গে আশপাশের আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়েছে। 

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত কয়েকশ ঘর পুড়ে গেছে। কতজন হতাহত হয়েছেন, তা আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে। 

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান বলেন, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ব্লক থেকে রোহিঙ্গাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো হতাহতের খবর পাইনি আমরা।

মুহিববুল্লাহ মুহিব/এএম