নোয়াখালীতে ‘ধর্ষণ’, গাজীপুর থেকে গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার এড়াতে এতদিন গাজীপুরে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে চরজব্বর থানার মাধ্যমে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার সদর থানা এলাকা আব্দুল আলীকে গ্রেপ্তার করে র্যাব ১১।
অভিযুক্ত আব্দুল আলী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করিম হুজুরের ছেলে।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, আব্দুল আলী কাজী অফিসে যাওয়ার কথা বলে কিশোরীকে (১৯) চর ওয়াপদা ইউনিয়নের সয়াবিন খেতের ভিতর নিয়ে ধর্ষণ করে। এরপর কিশোরীকে রেখে সে পালিয়ে যায়। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে তারা আইনের আশ্রয় নেয়। তবে স্থানীয়রা বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসা করতে চেষ্টা করে।
ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন, কিশোরী বাদী হয়ে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে ধর্ষক গাঁ ঢাকা দেয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাজীপুর থেকে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে চরজব্বর থানার মাধ্যমে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
হাসিব আল আমিন/এমজে