রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ব্যাটারির অ্যাসিড পানে স্বপন চাকমা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্বপন চাকমা উপজেলার সাবেক্ষ‍্যং ইউনিয়নের শংখোলা পাড়ার জয় মঙ্গল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে স্বপন ব্যাটারির এসিড পান করে। এরপর দ্রুত স্বপন চাকমার স্বজনরা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন চাকমা।

এ বিষয়ে নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, গত ২২ তারিখে স্বপন চাকমা ব্যাটারির এসিড পান করেছেন বলে পরিবার থেকে জানতে পারি আমরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে মরদেহের ময়নাতদন্ত শেষে আমরা আরও বিস্তারিত জানতে পারব। এ ঘটনায় নানিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মিশু মল্লিক/এবিএস