দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে এ চাপ বাড়তে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

তিনি বলেন, ঈদের পর আজ শুক্রবার দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এখন পোশাক শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরছে বলেই এ চাপের সৃষ্টি হয়েছে। ফলে ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে আধা কিলোমিটার পর্যন্ত যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। তবে সিরিয়ালে থাকা যানবাহনগুলো অল্প কিছুক্ষণ অপেক্ষা করেই ফেরির নাগাল পাচ্ছে। বর্তমানে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এদিকে ফেরিঘাটের পাশাপাশি লঞ্চ ঘাট এলাকাতেও যাত্রীর চাপ বেড়েছে। ঈদের পর থেকে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ না থাকলেও আজ শুক্রবার সকাল থেকেই লঞ্চে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটি শেষে পোশাক শ্রমিকরা কর্মস্থলে ফিরছে বলে যাত্রীদের চাপ বেড়েছে বলে জানান লঞ্চ ঘাট কর্তৃপক্ষ।

মীর সামসুজ্জামান/এফকে