বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ইতোপূর্বে নাগরিকদের কষ্ট দিয়ে যেসব অনিয়ম চালু হয়েছে আমি মেয়র নির্বাচিত হলে সেই অনিয়মগুলো দূর করব।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সদর রোডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে লিখিত বক্তব‌্যে এসব কথা বলেন তিনি।

খোকন সেরনিয়াবাত বলেন, নেত্রী যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে বরিশালে আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন আমি তার মর্যাদা রক্ষায় শতভাগ সচেষ্ট থাকব। আমি আপনাদের সন্তান। কিন্তু আমার দুর্ভাগ‌্য বিগত দিনগুলোতে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের সন্তান হিসেবে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাইনি।

তিনি বলেন, নেত্রী নৌকা প্রতীকের প্রার্থী করে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি চাই সবাইকে নিয়ে এবং সবার সহযোগিতায় নতুন বরিশাল গড়তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বক্তব‌্য দেন সভাপতিমণ্ডলীর সদস‌্য অ‌্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিটিতে আওয়ামী লীগ মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে মনোনয়ন দিয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন মুফতি সৈয়দ ফয়জুল করিম ও জাতীয় পার্টি চেয়ারম‌্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে মনোনয়ন দিয়েছে। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও বিএনপি। যদিও বিএনপি নেতা সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

সৈয়দ মেহেদী হাসান/এসএসএইচ/