সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ গত দুদিনে মোট ১৪ জন করোনায় আক্রান্ত

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ গত দুদিনে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যমতে, সাভারে ২০ মার্চ ৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে উপজেলার তিনজন মেডিকেল কর্মকর্তা ও সহকারী  মেডিকেল কর্মকর্তাসহ ১৪ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, করোনার প্রকোপ বাড়লেও আমাদের প্রস্তুতির কমতি নেই। তবে রোগীদের সেবা দিতে গিয়ে হাসপাতালের কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতালের স্বাভাবিক সেবা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সাভারে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৬৫ জনের। এদের মধ্যে এক হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

মাহিদুল মাহিদ/এএম