নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল সিটি করপোরেশনের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় পথচারী, ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। 

এর আগে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমি শেখ হাসিনার মনোনীত প্রার্থী। আমার ওপরে জনগণের প্রত্যাশা তো থাকবেই।  

বরিশাল আওয়ামী লীগে বিভক্তি দৃশ্যমান প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে কোনো বিভক্তি নেই। বিভক্তি তো ব্যক্তি সৃষ্টি করে। এ বিষয়ে কেন্দ্র অবগত আছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন, সাবেক ভিপি মঈন তুষারসহ শতাধিক নেতৃবৃন্দ। 

আজকে বিকেলে ও রাতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি গণসংযোগ কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন খোকন সেরনিয়াবাতের মিডিয়া সেলের দায়িত্বরতরা।

সৈয়দ মেহেদী হাসান/আরকে