চাঁদপুরে চিংড়ির ৩ লাখ রেনু পোনা জব্দ
চাঁদপুরে চিংড়ির ৩ লাখ অবৈধ রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। জেলার মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে চিংড়ির এসব রেনু পোনা জব্দ করা হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান শুক্রবার (৫ মে) বিকেলে এ তথ্য জানান।
তিনি জানান, ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর থানার আলু বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে চিংড়ি রেনু পোনা ধরে খুলনা নেওয়ার সময় ৩ লাখ পিস অবৈধ রেনু পোনা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/টিএম