মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোনের বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলো মিলন হাওলাদার নামের এক যুবক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে (২২ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাদনীপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে । গত এক সপ্তাহ আগে মিলন তার ভগ্নিপতি বিল্লাল মাতবরের বাড়িতে বেড়াত এসেছিল ।

নিহত মিলনের ভগ্নিপতি বিল্লাল মাতবর জানান, ‘পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ফারুক মেম্বারের লোকজন রাতে আমার ঘরে ঢুকে আগুন দেয়। এসময় আমি বাড়িতে ছিলাম না। আমার শ্যালক আগুনে দগ্ধ হন। রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর সকালে তিনি মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন,আমরা ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাত ২ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় মিলন হাওলাদার নামে একজন গুরুতর আহত হলে তাকে রাতেই ঢাকা মেডিকল নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয় ।

ব.ম শামীম/এমআইএইচ