আলোচনা, গান, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। সোমবার (৮ মে) সকালে রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী পালন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ময়মনসিংহ শাখা।

ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষা নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে ভোর ৬টায় শুরু হয় এই আয়োজন। ‘হে নূতন দেখা দিক আরবার’ গানের মাধ্যমে শুরু হয়ে ‘ওই মহামানব আসে’ গান দিয়ে শেষ হয় প্রায় আড়াই ঘণ্টার এই আয়োজন। এতে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শিশুতীর্থ আনন্দধ্বনি সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক এবং শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় তিন দশক যাবত রবীন্দ্র জন্মজয়ন্তীর এ আয়োজন করে আসছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।

সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মঞ্জুরুল আলম বলেন, রবীন্দ্রনাথ আমাদের জন্য সংস্কৃতির সিংহ দরজাটি খুলে দিয়েছেন। তার কর্মের ডালা থেকে ফুলগুলো দিয়ে আমরা আমাদের সমাজকে সাজাতে পারি, বর্তমানের নানা সংকট থেকে মুক্তি দিতে পারি।

তিনি আরও বলেন, আমাদের যখন জাতীয়তা ও পরিচয়ের প্রশ্ন আসে আমরা তখন আশ্রয় নেই রবীন্দ্রনাথে। সেই কারণে আজ আমরা শ্রদ্ধাবনত চিত্তে গান-কবিতায় তাকে ও তার স্মৃতিকে স্মরণ করছি।

এদিকে, জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়। যেখানে ছিল আলোক প্রজ্বলন, চিত্রকর্ম প্রদর্শনী, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গীতি নৃত্যনাট্য-চন্ডালিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করেছে।

উবায়দুল হক/এমজেইউ