লালমনিরহাটে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এক কেজি ৬৩৩ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১২ মে) বিকেলে বিজিবির লালমনিরহাট ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে ১৫ ব্যাটালিয়ন বিজিবির অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করার সময় বিজিবির সদস্যরা একজনকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ধানখেত থেকে আটক করে। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর থেকে একটি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেট খুলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে ১৫ ব্যাটালিয়ন বিজিবির লালমনিরহাট ক্যাম্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ