অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে বরগুনার সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। শনিবার (১৩ মে) আমতলী ও বরগুনা সদর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো লঞ্চ।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এম কে শিপিং কোম্পানির ম্যানেজার এনায়েত হোসেন বলেন, নদীবন্দর কর্মকর্তার নির্দেশে আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। তারা যখন নির্দেশ দেবে তখন আমরা ঘাট থেকে লঞ্চ ছাড়ব।

বরগুনা নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান ঢাকা পোস্টকে বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশে বরগুনা থেকে সারা দেশে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মোখার কারণে পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস।

খান নাঈম/এমজেইউ